এইচএসসি রেজাল্ট ২০২৪ মার্কশিটসহ দেখুন | HSC Result 2016 with Marksheet

  • by Md. Sobug
  • Last Updated On at 04:52 PM
  • Views: 3169 Views

এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2024 – এইচএসসি ফলাফল 2024 দেখার বিভিন্ন উপায় –

আপনি যদি ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী হন এবং আপনার এইচএসসি ফলাফল পেতে চান, তবে আপনি ঠিক জায়গায় আছেন। আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল খুব দ্রুত এবং সহজ উপায়ে পেয়ে যাবেন। আজ আমি এই আর্টিকেলে দেখাবো, কিভাবে আপনার এইচএসসি রেজাল্ট 2024 পাবেন। আমি চেষ্টা করবো এইচএসসি পরীক্ষার ফলাফল 2024 বের করার সকল উপায় উপস্তাপন করার। তাই, এই আর্টিকেলটি শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।

Yes I'm right place for HSC result




Table of Contents

কখন এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৪ প্রকাশিত হবে ? (HSC Result Kobe Dibe ?)

উত্তর :

২৬ নভেম্বর

আজ রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।




এইচএসসি রেজাল্ট ২০২৪ কবে দিবে ?

আসুন দেখে নেওয়া যাক, বিগত কয়েক বছরের এইচএসসি/আলিম/সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখঃ

YearDate
201127 July
201218 July
201303 August
201413 August
201509 August
201618 August
201723 July
201819 July
201917 July
202030 January, 2021
202113 February, 2022
202213 February
202326 November

সুতরাং, বিগত কয়েক বছরের ফলাফল প্রকাশের তারিখ অনুযায়ী বলা যায়, এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২৪ এর ফলাফল এবছরের 15th – 25th July তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে।

When HSC result will be published




যেভাবে অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ – এর ফলাফল বের করবেন

অনলাইনে এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২৪ এর ফলাফল বের করার অনেক ধরনের উপায় আছে। কিন্তু আপনি কোন প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে পারবেন। মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই এইচএসসি ও সমমান পরীক্ষা – ২০২৪ এর ফলাফল প্রকাশিত হবে। এই ওয়েবসাইটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ছাড়াও আপনি বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ফলাফল বের করতে পারবেন। এখানে আপনি সকল বোর্ড পরীক্ষার ফলাফল মার্কশীটসহ বের করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার অফিসিয়াল ২টি ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট ২টির লিংক নিচে দেওয়া হলো –

আমি মনে করি, অনলাইন থেকে সকল শিক্ষাবোর্ডের ফলাফল বের করা সেরা ওয়েবসাইট – boardresultbd.comপিএসসি/ইবতেদায়ী, জেএসসি/জেডিসি, এসএসসি/দাখিল, এসইচএসসি/আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ইত্যাদি ফলাফল এই সাইটে পাওয়া যাবে। সকল পরীক্ষার ফুল মার্কশীট এই ওয়েবসাইটে পাওয়া যায়। ২০২৪ সালের এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে প্রকাশিত হবে। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল ফুল মার্কশীটসহ দেখতে পারবেন।

এইচএসসি ফলাফল পাওয়ার অনেকগুলো উপায় (পদ্ধতি) রয়েছে। অনলাইন, এসএমএস, অ্যান্ড্রয়েড অ্যাপ এবং স্কুল ক্যাম্পাস থেকে আপনি আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ পেতে পারেন। নিম্নের পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি আপনার এইচএসসি ফলাফল বের করুন –




How to check board Result

১ম পদ্ধতিযেভাবে অনলাইনে educationboardresults.gov.bd থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ – এর ফলাফল বের করবেন –

Check HSC result 2024 by educationboardresults.gov.bd

অনলাইনে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (educationboardresults.gov.bd) থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –

  1. প্রথমে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল দেখার এই ওয়েবসাইটে যান – educationboardresults.gov.bd
  2. এবার “Examination” অপশন থেকে “HSC/Alim” সিলেক্ট করুন।
  3. Year” অপশনে “2024” দিন
  4. তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
  5. এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
  6. এবার “Reg: No” বক্সেও সর্তকতার সাথে আপনার পরীক্ষার রেজিষ্টেশন নাম্বারটি দিন।
  7. সিকিউরিটি নাম্বার ক্যাপচাটি পূরণ করুন।
  8. Example: 4+3 = 7

  9. সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “SUBMIT” বাটনে ক্লিক করুন।
  10. SUBMIT” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।




Note :

রেজাল্ট পাবলিশ এর দিন অনেকে রেজাল্ট দেখার জন্য একসাথে শিক্ষা বোর্ডের অফিসিয়াল সাইটে ভিজিট করে। ফলে, সাইট ডাউন হতে পারে। তাই, কয়েকবার ট্রাই করবেন। আশা করি, রেজাল্ট পেয়ে যাবেন।

Watch Video on YouTube


২য় পদ্ধতি

যেভাবে eboardresults.com থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ – এর ফলাফল বের করবেন

Check HSC result 2024 from eboardresults

অনলাইনে eboardresults.com থেকে রেজাল্ট বের করার নির্দেশনা নিচে দেওয়া হলো –

  1. প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
  2. এবার “Examination” অপশন থেকে “HSC/Alim/Equivalent” সিলেক্ট করুন।
  3. Year” অপশনে “2024” দিন
  4. তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
  5. এবার Result Type অপশন থেকে “Result Type” – “Individual Result” করে দিন।
  6. এবার “Roll” বক্সে সর্তকতার সাথে আপনার পরীক্ষার রোল নাম্বারটি দিন।
  7. সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
  8. সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।
  9. Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার এইচএসসি পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।




eboardresults.com একটি নতুন ওয়েবসাইট। ওয়েব ভিত্তিক এই ওয়েবসাইটে এইচএসসি ফলাফলসহ যেকোন বোর্ড পরীক্ষার ফলাফল এই সাইট থেকে পাওয়া যায়। আপনি এখানে থেকে সহজেই আপনার এইচএসসি ফলাফল বের করতে পারেন। আপনি এই ওয়েবসাইট থেকে আপনার স্কুলের সকল এইচএসসি পরীক্ষার্থীর ফলাফল দেখতে পারেন। আপনার স্কুলের সকলের এইচএসসি পরীক্ষা ফলাফল বের করার জন্য আপনাকে অবশ্যই আপনার স্কুলের EIIN জানতে হবে। তা না হলে আপনি আপনার স্কুলের সকলের ফলাফল দেখতে পারবেন না।

৩য় পদ্ধতি

যেভাবে eboardresults.com থেকে আপনার স্কুলের সকল এইচএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন

যেভাবে থেকে আপনার স্কুলের সকল এইচএসসি পরীক্ষার্থীর ফলাফল বের করবেন

  1. প্রথমেই এই ওয়েবসাইটে ভিজিট করুন – eboardresults.com
  2. এবার “Examination” অপশন থেকে “HSC/Alim/Equivalent” সিলেক্ট করুন।
  3. Year” অপশনে “2024” দিন
  4. তারপর পরের অপশন “Board” থেকে আপনার শিক্ষা বোর্ডটি সিলেক্ট করুন।
  5. এবার Result Type অপশন থেকে “Result Type” – “Institution Result” করে দিন।
  6. এবার, “EIIN” অপশন থেকে খুব সর্তকতার সাথে আপনার স্কুলের “EIIN Number” দিন।
  7. সিকিউরিটি ক্যাপচাটি পূরণ করুন।
  8. সর্বশেষ আপনার উপরের সকল তথ্যগুলো ভালো করে যাচাই করুন। এবং “Get Result” বাটনে ক্লিক করুন।
  9. Get Result” বাটনে ক্লিক করা মাত্রই আপনার স্কুলের এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফল পেয়ে যবেন।

    Recommended : আপনার স্কুলের EIIN Number অনুসন্ধান করুন –

  • EIIN Tree
  • EIIN list




৪র্থ পদ্ধতি

যেভাবে মোবাইল অপারেটর থেকে এসএমএস (SMS) করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে

প্রতি বছরই ফলাফল প্রকাশের দিন সকাল ১০টায় গণভবনে শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে এইচএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও মোবাইল এএমএস পোর্টালে ফলাফল প্রকাশ করা হয় বেলা দুইটার দিকে।

ফলাফল প্রকাশের দিন দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত (কম-বেশি হতে পারে) শিক্ষাবোর্ডের রেজাল্ট সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা ঝামেলা পোহাতে হয় বা বেশি সময় লাগতে পারে। এজন্য এবং যাদের ইন্টারনেট সংযোগ নেই তাদের জন্য বিকল্প হিসেবে রয়েছে মোবাইল ফোনের এসএমএস সেবা।

হাতের মুঠোয় থাকা মোবাইল ফোনটি দিয়ে এসএমএসের মাধ্যমে খুব সহজে ফলাফল জানা যাবে। সবগুলো মোবাইল অপারেটরের নম্বর থেকে একইভাবে ফলাফল জানা যাবে। এতে খরচও তেমন নেই। প্রতি এসএমএস (SMS) – এ ২.৪৪৳ কাটা হবে।




যেভাবে দ্রুত ও সহজে মোবাইলে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন

সাধারণ বোর্ডের জন্য

ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2024) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

বোর্ডের নামের প্রথম তিন ডিজিট হলো COM (কুমিল্লা), DHA (ঢাকা বোর্ড), RAJ (রাজশাহী), JES (যশোর), CHI (চট্টগ্রাম), BAR (বরিশাল), MYM (ময়মনসিংহ), SYL (সিলেট) ও DIN (দিনাজপুর)।

For Example :

HSC DHA 123456 2024 and Send to16222


যেভাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবেন

মাদ্রাসা বোর্ডের (আলিম পরীক্ষা) জন্য

For Example :

এইচএসসি সমমানের মাদ্রাসা বোর্ডের (আলিম পরীক্ষার) ফলাফল জানতে মেসেজ অপশনে গিয়ে Alim লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2024) লিখে 16222নম্বরে পাঠাতে হবে।

Alim MAD 123456 2024 and send to16222




কারিগরি বোর্ডের জন্য

কারিগরি বোর্ডের জন্য HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2024) লিখে 16222নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

For Example :

HSC TEC 123456 2024 and send to 16222


Check HSC/Equivalent result 2024 by SMS

এসএমএসের জন্য এর জন্য সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন (৩) অক্ষর

  • বরিশাল শিক্ষা বোর্ডের জন্য : BAR
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য : CHI
  • কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য : COM
  • ঢাকা শিক্ষা বোর্ডের জন্য : DHA
  • দিনাজপুর শিক্ষা বোর্ডের জন্য : DIN
  • যশোর শিক্ষা বোর্ডের জন্য : JES
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ডের জন্য : MYM
  • রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য : RAJ
  • সিলেট শিক্ষা বোর্ডের জন্য : SYL
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য : MAD
  • কারিগরি শিক্ষা বোর্ডের জন্য : TEC




মোবাইল অ্যাপের মাধ্যমে যেভাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বের করবেন

আমাদের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল অ্যাপেও রয়েছে। অ্যাপের মাধ্যমে আপনার বোর্ড পরীক্ষার তথ্য দিয়ে খুব সহজে ফলাফল বের করতে পারবেন। অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করতে পারবেন।

Download Link : https://play.google.com/store/apps/

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘরে বসে পেতে SMS এর মাধ্যমে প্রাক-নিবন্ধন (Pre – Registration) করুন

HSC Result 2024 এর ফলাফল প্রি-রেজিস্ট্রেশন কার্যক্রম ১৮ মে থেকে শুরু হয়েছে। ফলাফল প্রকাশের দিন স্বাস্থ্য বিধি মেনে ঘরে থেকে সরাসরি মোবাইলে ফল পেতে মেসেজ করতে হবে। সেজন্য টাইপ করতে হবে এই নিয়মে : HSC<>Board Name<>Roll<>Year। আর এটি পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এর প্রি-নিবন্ধন

উপসংহার

প্রথমত, আপনাকে ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য।

আমি ইতিমধ্যে উপরের বর্ণনায় ব্যাখ্যা করেছি কিভাবে খুব সহজে আপনার এইচএসসি/সমমানের ফলাফল ২০২৪ বের করবেন। কিন্তু, তারপরও যদি আপনি আপনার ফলাফল খুঁজে না পান, তাহলে আপনার শিক্ষা বোর্ডের নাম সহ রোল এবং রেজিস্ট্রেশন নম্বর নীচে মন্তব্য করুন। আশা করি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার ফলাফল খুঁজে পেতে আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

বাংলাদেশ শিক্ষা বোর্ডের সকল পরীক্ষার ফলাফলের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে থাকুন।😉

To top